পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) গভীর রাতে মঙ্গলকোট বাজারের সদ্য মুদি ব্যবসায়ী নন্দলাল বসুর সৎসংঘ ভাণ্ডারের পিছন দিক থেকে টিন খুলে ভিতরে ঢুকে ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৩৭ হাজার টাকা এবং দামি সিগারেট যার মূল্য আনুমানিক ৩৭ হাজার টাকার উর্ধ্বে চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে ওই ভাণ্ডারের দোকানদার কাম ম্যানেজার সুশান্ত ঘোষ জানান। কেশবপুর থানার এস আই ও মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশিং অফিসার আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকানদার সুশান্ত ঘোষ জানান, এই দোকানের মালিক নন্দলাল বসু সততার সাথে ব্যবসা করার লক্ষ্যে প্রায় এক মাস ব্যবসা প্রতিষ্ঠানটি খাঁড়া করেছেন।
প্রতিদিনের মত হিসাব- নিকাষ করে রাত সাড়ে ১২ টার দিকে দোকান বন্ধ করে আমি বাড়ি যায়।
বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সরদার জানান, বুধবার রাতে বাজার পাহারার জন্য ১১ জন প্রহরী ছিল এবং ডিউটি কমান্ডার ছিল ব্যবসায়ী সোহেল সরদার।
দোকানঘর মালিক আব্দুল বারী সরদার বাজার পাহারা জোরদার করার কথা জানালে তারা বাজার পাহারা আরও জোরদার করবেন বলে দোকানদারদের আশ্বাস দেন।