পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ডুমুরিয়া উপজেলার ঐতিহাসিক চুকনগরের গণহত্যা পৃথিবীর ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা।
পাকিস্তানি বর্বর বাহিনী নির্বিচারে নিরীহ মানুষকে হত্যা করেছিল। বিশ্বের ইতিহাসে একদিনে এতো অল্প সময়ে এতোবড় হত্যাকান্ড আর কোথাও ঘটেনি। এই গণহত্যা কে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জোর দাবি জানাচ্ছি। চুকনগর বধ্যভূমিতে ২০ মে (শণিবার) গণহত্যা দিবস পালন উপলক্ষে খুলনা ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলি বলেন।
সকাল ৯ টায় বধ্যভূমিতে জাতীয় পতাকা উত্তােলন, শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদ, তালা মুক্তিযোদ্ধা কলেজ-সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বধ্যভূমিতে চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ও চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ কনি মিয়া, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড রবিন্দ্র নাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, আমরা একাত্তরের প্রধান সমন্বয়ক ও ডাকসু’র সাবেক জি,এস, মাহাবুব জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, কবি হেলাল ফয়েজি প্রমূখ।
এর পর ভদ্রা নদীতে শহীদদের স্মরণে ফুলের পাপড়ি ভাসানাে হয়। পরে চুকনগর ডিগ্রী কলেজের মাঠে দ্বিতীয় পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড রবিন্দ্র নাথ মন্ডল, সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উত্তরণ সংস্থার পরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, আমরা একাত্তরের প্রধান সমন্বয়ক ও ডাকসু’র সাবেক জি,এস, মাহাবুব জামান, আওয়ামীলীগ নেতা আলি আজগর তারা, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ কনি মিয়া, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি,এম,ফারুক হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, মাঃ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান প্রদীপ কুমার দত্ত প্রমূখ।
অনুষ্ঠানে গনহত্যায় বেঁচে যাওয়া সুন্দরী দাসী ও তার পালিত পিতা এরশাদ আলী মোড়ল, চুকনগর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকা কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ডুমুরিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার ফৌজদার, বীর মুক্তিযোদ্ধা দীনবন্ধু বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা সুধাংশু শেখর ফৌজদার, বীর মুক্তিযোদ্ধা সচিন্দ্র নাথ ফৌজদার, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খোকা, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, বীর মুক্তিযোদ্ধা ভোলানাথ মল্লিকসহ আরও বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।