চৌগাছা (যশোর) প্রতিনিধি॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের চৌগাছায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচি মধ্য ছিল আলোচনা সভা, মিলাদ, দোয়া, র্যালী এবং দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ।
সোমবার (১ মে) সকাল সাড়ে ৯ টায় উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রথমে র্যালী বের করা হয়। সংগঠনের সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে র্যালীটি বাজারের প্রধান সড়ক ঘুরে খাদ্য গুদাম সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়। পর্যায়ক্রমে চৌগাছা প্লাম্বার মিস্ত্রি সমিতি, বিদ্যুত কল্যাণ কর্মী সমিতি,মটরযান শ্রমিক সংস্থা র্যালী বের করেন। প্রতিটি র্যালী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সংগঠন গুলোর কার্যালয়ে এসে শেষ হয়।
সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা ইমারত নির্মান শ্রমিক
ইউনিয়নের কার্যালয়ে মহান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন সহ-সভাপতি মহাসিন আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, প্লাম্বার মিস্ত্রি সমিতির সভাপতি হাজী শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, বিদ্যুত কল্যাণ কর্মী সমিতির নেতা ইকবাল হোসেন,রাজু আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পূর্ব সমিতির পক্ষ হতে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন নেতেৃবৃন্দ।
এদিকে চৌগাছা মটরযান শ্রমিক সংস্থার উদ্যোগে সংগঠনে
নিজস্ব কার্যালয়ে শ্রমিক সংস্থার সভাপতি শাহিদুল ইসলামের
সভাপতিত্বে অনুরুপ আলোচনা সভা মিলাদ, দোয়া ও দুস্থ্যদের মাঝে
খাবার বিতরণ করা হয়।