চাষী রমজান,জীবননগর প্রতিনিধি:
জীবননগর জমিতে খেটে খাওয়া নারী শ্রমিকদের মাজে ৫ টাকায় ঈদ বাজার দিল দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
১৯ এপ্রিল (বুধবার) দুপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জীবননগর শাখার আয়োজনে চলমান ঈদ উপহার বিতরণ কর্মসুচির আওতায় উপজেলার প্রতাপপুর আইপিএম ক্লাবে ৪০ টি নারী শ্রমিকদের মাঝে ৫ টাকার এই ঈদ বাজার বিতরণ করা হয়।
ঈদে প্রয়োজনীয় দুই প্রকারের সেমাই, চিনি, দুদ,সাবান, শ্যাম্পু সহ কয়েক প্রকারের দ্রব্যাদি দেয়া হয় । এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র অসহায় মানুষের মাঝে প্রতিদিনই বিতরণ করা হচ্ছে বিনামূল্যে ঈদ বাজার এবং অবহেলিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক।
এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সেচ্ছাসেবক চাষী রমজান, জোসনা খাতুন, বুলবুলি খাতুন, প্রতাপপুর আইপিএম ক্লাবে সহ সভাপতি জমসেদ আলী প্রমুখ । ##