জীবননগর প্রতিনিধি:
জীবননগর-দর্শনা সড়কের লক্ষ্মীপুর মিলপাড়া নামক স্থানে মোটর সাইকেল চালকের ধাক্কায় বাইসাইকেল চালক বৃদ্ধ আলাউদ্দিন(৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
জীবননগর-দর্শনা সড়কের লক্ষ্মীপুর মিলপাড়া নামক স্থানে মোটর সাইকেল চালকের ধাক্কায় বাইসাইকেল চালক বৃদ্ধ আলাউদ্দিন(৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা সংঘটিত
হয়েছে। নিহত বৃদ্ধ উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে।
হয়েছে। নিহত বৃদ্ধ উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, আলাউদ্দিন রোববার সকাল সাড়ে ৯ টার দিকে বাইসাইকেল যোগে বাজারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন।
বাজারে যাওয়ার পথে তিনি জীবননগর-দর্শনা মহাসড়কের লক্ষীপুর মিলপাড়া দেশ বাংলা অটো রাইস মিলে নিকটবর্তী পৌছালে দর্শনা দিক থেকে আসা একটি মোটরসাইকেল চালক তাকে পিছন থেকে ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান।
পথচারীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া জানান,নিহতে মাথায় মারাত্মক আঘাতের কারণে হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায়,লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ###