রহমত আরিফ ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে অস হায়, দুস্থ ও শীতার্তদের মাঝে লেপ বিতরণ করেন সহায় সংগঠন টি।
বৃহস্পতিবার শহরের ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্তরে বিতরণ অনুষ্ঠিত হয়।
বছরের প্রথম মাসে নতুন বছরের শীতার্তদের মাঝে লেপ উপহারের অংশ হিসেবে সহায় সংগঠনের উদ্যোগে শীতা র্ত নিম্ন মধ্যবিত্তদের মাঝে লেপ বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফি সার বেলায়েদ হোসে ন,ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনছুর আলী এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফ র রহমান মিঠি।
ডাঃ সুবেন্দ্র কুমার,সত্তপসাদ ঘোস নন্দন, কাজল, আরা ফাত হোসেন সাগর,মেহেদি হাসান,জুবায়ের আকাশ ,আসিরু দ্দিন, সাযমন সামি ন,শুভ সহ আরো অনেকে।
এ সময় পৌর শহরের বিভিন্ন এলাকার ২০০ শতাধিক শীতার্তদের মাঝে একটি করে লেপ বিতরণ করা হয়।