মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় মাধক বিরোধী সেমিনার
অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় শহরের সুইপার কলোনী মহল্লায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে।
নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাছ বাজার সংলগ্ন সুইপার।কলোনী মহল্লায় আয়োজিত মাদক বিরোধী সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লোকমান হোসেন।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আব্দুল মালেক খোয়াজ, হরিজন সম্প্রদায়ের নেতা সাবাব চন্দ্র হাড়ি ও চন্দন বাঁশফোড়।