রাকিবুল হাসান মাহমুদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস’টি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা’টি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে ও মাহাবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আজাদ, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস কর্মকর্তা নাহিদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামলী সাহা সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।