রাকিবুল হাসান মাহমুদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র ব্যক্তিগত অর্থায়নে বোচাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে একটি উন্নতমানের ডেক্সটপ কম্পিউটার সেট দিয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা ও গতি বৃদ্ধির লক্ষে দ্রুততার সাথে কম্পিউটার সেটটি বোচাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিকট হস্তান্তর করেন।
সোমবার (২৭ মার্চ ২০২৩) বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী প্রেস ক্লাবের সদস্যদের হাতে কম্পিউটার সেটটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর রঞ্জন ধর, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, আবু তাহের মো: মামুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ্জামান কবির, বোচাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাসুদ জাহাঙ্গীর, যুগ্ন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান ডলার, সহ-প্রচার সম্পাদক রাকিবুল হাসান মাহমুদ, সদস্য মুক্তার হোসেন প্রমুখ।