ডেস্ক নিউজ:বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া মেয়ে মালতি মারিকে নিয়ে এবার মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গেলেন। ভক্তিভরে পূজা দেওয়া থেকে শুরু করে সমস্ত উপাচার মানাসহ সব আনুষ্ঠানিকতা করেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে তার পূজা দেওয়ার ছবি। প্রিয়াঙ্কা চোপড়া নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তার ও ছোট্ট মালতির ছবি।
এদিন হালকা সালোয়ার স্যুট বেছে নিয়েছিলেন অভিনেত্রী। আর মালতিকে দেখা গেল সাদা জামায়। ভক্তদের আবদার মিটিয়ে একাধিক ছবিও তুললেন অভিনেত্রী।
উল্লেখ্য, কিছুদিন আগেই, প্রথমবার স্বামী নিক ও কন্য়া মালতিকে নিয়ে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর ১৫ই জানুয়ারি প্রিয়াঙ্কার কোলে এসেছিল কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় সন্তানের জন্মের খবর দিয়েছিলেন।
যখন প্রথমবার সন্তান হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন প্রিয়াঙ্কা, সেই সসময়, সন্তান পুত্র না কন্যা সেই কথা উল্লেখ করেননি নায়িকা। কেবল মা-বাবা হওয়ার খবরটুকুই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তিনি।
তারপর ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।’ পোস্টে ট্যাগ করেছিলেন সদ্য বাবা হওয়া নিক জোনাসকে। একই পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী, গায়ক নিক জোনাস। তিনিও পোস্টে স্ত্রী প্রিয়াঙ্কাকে ট্যাগ করেছিলেন।