মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ৩’শ ৭৯ টি অতিদরিদ্র পরিবারের মাঝে ৩৪ লাখ ১১ হাজার টাকার অনুদান প্রদাণ করা হয়েছে।
দুপুরে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ)’র পক্ষ থেকে উপজেলার গোলকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। সেসময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সংস্থার জেলা কর্মকর্তা এসএম শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, হতদরিদ্র মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ২ টি ইউনিয়নের ৮ টি গ্রামের ৩’শ ৭৯ টি পরিবারের মাঝে সরকারের এই অনুদান বিতরণ করা হয়েছে।