আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার দুপুরে বগুড়ার সান্তাহার শহরের দৈনিক বাজার এবং রেলগেট এলাকায় রেলওয়ে ফলবাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে সাত ব্যবসায়ীর অর্থদন্ড করেছে। আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এসময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর বগুড়ার পরিদর্শক আবু তাহের ও আদমদীঘি থানা পুলিশ।
অভিযান পচিালনা কালে মুদি দোকান, কাঁচা বাজার, মুরগী এবং তরমুজের দোকানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ও বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে মোট সাত দোকানির বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের অর্থদন্ডাদেশের রায় দেয় আদালত। দন্ড প্রাপ্তরা হল দৈনিক বাজারের রাজকুমার সাহা (পাঁচ হাজার টাক), সমির চন্দ্র (তিন হাজার টাকা), দুলাল দেবনাথ (তিন হাজার টাকা), মোঃ তৌহিদ (দুই হাজার টাকা), দীপক ঘোষ (দুই হাজার টাকা), মোঃ রাজেব আলী (দুই হাজার টাকা) এবং রেলগেটের হকার্স মার্কেটের তরমুজ ব্যবসায়ী রিফাত হোসেন (পাঁচ হাজার টাকা)। উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার বলেন, রমজান মাস জুড়ে আদালতের অভিযান অব্যাহত থাকবে।