বারুদ গন্ধ মেখে পড়ে আছে
সারি সারি মুক্তির দাবী।
এখনো তাজা খুন থেকে বের হচ্ছে
সংগ্রামী স্ফুলিঙ্গ;
বেয়নেটের নির্মমতা দমাতে পারেনি
মুক্তির বিপ্লব।
একদিন স্বাধীনতা আসবে…
স্বাধীনতা আসবে;
ধান শালিকের ডানায় চড়ে
এই বাংলায়….!
(তরুন কবি ও লেখক: আসাদুজ্জামান বর্ণচাষী)