নিজস্ব প্রতিবেদক, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বছরের পর বছর শয্যাসহি পত্রি কা পরিবেশক (হকার) শফি উদ্দিনকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ দিয়েছেন চৌগাছার সাংবাদিক নেতৃবৃন্দ।

শনিবার দুপুরের পর সাংবাদিক নেতৃবৃন্দ অসুস্থ্য শফি উদ্দি নের গ্রামের বাড়ি উপজেলার হুদা ফতেপুর যান এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

পরে অসুস্থ্য শফি উদ্দিনের কলে জ পড়–য়া একমাত্র ছেলে আরিফ হোসেন ও ছোট্ট মেয়ে জান্নাতি আক্তারের হাতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসরাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি খালেদুর রহমান, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সাংবা দিক মেহেদী হাসান শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চৌগাছা উপজেলাতে রোদ বৃষ্টি, ঝড় তুফান উপে ক্ষা করেপাঠকের বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদা লতে পত্রিকা নিয়ে ছুটে গেছেন সবার পরিচিত মুখ শফি উদ্দিন।

তিনি ২০১৮ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। অভাব অনা টনের সংসারে অর্থ অভাবে হয়নি তেমন চিকিৎসা। অসুস্থ্য হওয়ার এক বছর পর অর্থাৎ ২০১৯ সালে স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

একমাত্র ছেলে আরিফ তখন হাইস্কুলের ছাত্র আর জান্নাতি আক্তার স্কুলের বারান্দায় যায়নি।

আরিফ এখন অনার্স পড়ে আর জান্নাতি আক্তার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। সেই থেকে দুই ভাই বোন বাবা শফিউদ্দিনকে দেখা শুনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *