বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে বিস্ফোরক দ্রব্য মামলায় বিএনপির তিন নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার রাতে সান্তাহার ও মুরইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,. সান্তাহার পৌরসভার নতুন বাজার এলাকার কায়েব আলীর ছেলে পৌর বিএনপির এান ও পুনর্বাসন সম্পাদক শাকিল আলম (৫২), আদমদীঘির নসরতপুর ইউপির সাবেক ছাত্রদল নেতা মুরইল গ্রামের আবু জাফরের ছেলে আপেল মাহমুদ (৪৬) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে বিএনপি কর্মি শহিদুল ইসলাম (৪৫)।

আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২২ সালের ২৩ নভেম্বর সন্ধ্যায় দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আদমদীঘি উপজেলা যুবলীগের একটি বিক্ষোভ মিছিলে পুরাতন সোনালী ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় পাঁচজন আহত হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।

মোঃ মনসুর আলী
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *