মেহেদী হাসান,স্টাফ রির্পোটার:: আদালতের আদেশে যশাে রের চৌগাছায় মাকাপুর গ্রামের হায়দার আলীর লাশ কবর হতে উত্তােলন করা হয়েছে।

হায়দার আলীর হত্যার প্রায় দুই মাস পর এই লাশ উত্তােলন করা হয় ।

আলােচিত এই হত্যা মামলাটি যশাের সিআইডির কাছে হস্তা ন্তর হলে তদন্তের জন্য আদালত লাশ উত্তােলনের আবেদন করা হয়।

আদালতের আদশে নির্বাহর ম্যাজিষ্ট্রেট রাহাত খানের উপস্থি তিতে আজ মঙ্গলবার সকালে মাকাপুর গ্রামের পারি বারিক কবরস্থান থেকে নিহতের লাশ উত্তােলন করা হয়।

জানা যায়, উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলী পৈত্রি ক ও ক্রয় সূত্রে সাড়ে ১৩ একর জমির মালিক ছিলেন।

এ জমি আসামি মর্তুজা রাসেল তার নাম রেজিস্ট্রি করে দেয়ার জন্য তার পিতার উপর মানসিক চাপ প্রয়ােগ কর আসছিলেন।

এ ঘটনায় ২০১৪ সালের ১৩ ডিসেম্বর চৌগাছা থানায় একটি জিডি করা হয়।

২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি বাবাকে আসামি মর্তুজার হেফা জতে নেন।

এরপর আসামিরা মর্তুজার নামে জমি রেজিস্ট্রি করে দেয়া র জন্য চাপ দেয় হায়দার আলীকে।

ওই জমি রেজিস্ট্রি করে নিতে ব্যর্থ হয়ে আসামিরা হায়দার আলীকে ওষুধের মাধ্যমে মৃত্যুর জন্য অসুস্ হয়ে তিনি মৃত্যু বরণ করেন।

এ সময় আসামিরা তড়িঘড়ি করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারিক কবরস্থানে দাফন সম্পন করে।

মরহুম হায়দার আলীর মৃত্যুসনদ ও অন্যান্য কাগজপত্র জাে গাড় করে হায়দার আলীর স্ত্রী লতিফা হায়দার গত বছর (২০ ২৩) সালের ১১ নভেম্বর মর্তুজা রাসেলসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

বিচারক অভিযােগটি গ্রহণ করে এ ঘটনায় চৌগাছা থানায় কােন মামলা হয়েছে কিনা, হলে অগ্রগতিসহ প্রতিবেদন আ কারে সংশ্লিষ্ট ওসিকে আদালতে জমা দেয়ার আদেশ দেন।

চৌগাছা থানার দেয়া প্রতিবেদনের উপর শুনানি শেষে চলতি মাসে বিচারক সিআইডি পুলিশকে অভিযাে গের তদন্ত প্রতি বেদন জমা দেয়ার আদেশ দেন।

অবশেষে অধিক তদন্তের স্বার্থে লাশ উত্তােলনের জন্য সি আইডি বিজ্ঞ আদালতের আবেদন করেন।

ওই আবেদনের প্রেক্ষিতে আদালেত আদেশ নিহত হায়দা র আলীর লাশ পারিবারিক কবরস্থান থেকে মঙ্গলবার সকালে উত্তােলন করা হয়েছে।

এ সময় মামলার তদন্ত কর্ম কর্তাসহ থানা পুলিশের সদস্য ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

 

 

One thought on “দুইমাস পর লাশ উত্তোলন চৌগাছার হায়দার আলীর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *