মুহা: জিল্সাললুর রহমান তক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজিরপুর বাজারে হাবড়া নদীর উপর নতুন ব্রীজ নির্মাণে নিয়মের প্রতিবাদ ও টিআ রবি ভাটা কর্তৃপক্ষের নির্মিত কাঠের ব্রীজ অপসারনের দাবি তে সমাবেশ করেছেএলাকাবাসী।

শনিবার বেলা ১১টায় কালিগঞ্জের উজিরপুর ব্রীজের দক্ষিণ পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অ্যাড. সত্যরঞ্জন মন্ডলের সভাপতিত্ব্ েপ্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ার ম্যান নাজমুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড.ফাহিদুল হক কিসলু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলা শাখার সম ন্বায়ক কলেজ শিক্ষক নিত্যানন্দ সরকার, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভা ষক ইদ্রিস আলী,সাংবাদিক রঘুনাথ খাঁ, চম্পাফুল ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৩ সালের ৬ জুন থেকে ১০ কোটি টাকা ব্যয়ে হাবড়া নদীর উপর উজিরপুর ব্রীজটি নির্মাণ কাজ শুরু করে ওই বছরের ৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল ঠিকাদারের। কিন্তু তিনি তা না করে এক মাস আগে এ কাজ শুরু করেছেন।

পুরাতন ব্রীজটি কয়েকদিন আগে ভাঙা শুরু হয়েছে। সাধার ণ মানুষ ও ছোট খাটো যানবাহন চলাচলের জন্য ওই ব্রীজের পাশ দিয়ে সিডিউলে উল্লেখিত ১২ ফুটের পরিবর্তে একটি সাত ফুটের কাঠের ব্রীজ নির্মাণ করা হয়েছে।

ফলে সরু ব্রীজ দিয়ে চলাচল করতে যেয়ে মানুষ, যানবা হনের সমস্যা হচ্ছে।

সোমবার ও শুক্রবার হাটবারে জনদু র্ভোগ বাড়ছে। এ ছাড়া ধুলা প্রতিরোধে পানি দেওয়ার ব্যবস্থা নেই। নেই ট্রাফিক ও
শ্রমিকদের শৌচাগারের ব্যবস্থা ।

সব মিলিয়ে ব্রীজ নির্মাণে চরম অনিয়ম দেখা দিয়েছে। ব্রীজের উত্তর পাশে করা হয়নি রাস্তা।

এ অবস্থা চলতে থাকলে মানুষের দুর্ভোগ বাড়বে।বক্তারা আরো বলেন, এক কিলোমিটারের মধ্যে জনবসতি, শিক্ষা
প্রতিষ্ঠান, হাসপাতাল ও ইউনিয়ন ভূমি অফিস থাকার পরও নীতিমালা উপেক্ষা করে ঘুষুড়ি গ্রামে টিআরবি ইটভাটা নির্মাণ করা হয়েছে।

সেখানে কয়লার পাশাপাশি কাঠ ও টায়ারের গুড়াে ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে ফলে নষ্ট হচ্ছে পরিবেশ।

এরপরও ওই ভাটার মাটি ও ইট বহনের সুবিধার্থে উজিরপুর ব্রীজের পূর্বে ২০০ গজ দূরে টিআরবি ভাটা কর্তৃপক্ষ কোন প্রকার অনুমতি ছাড়াই হাবড়া নদীর উপর কাঠের ব্রীজ নির্মাণ করে জোয়ার ভাটায় প্রতিরোধ সৃষ্টি করায় ওই স্থান পলিমাটিজমে নদী ভরাট হতে চলেছে।

নদী ধ্বংসকারি ওই কাঠের ব্রীজ অবিলম্বে অপসারণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *