মোঃ হাবিব ওসমান, ঝিনঝিন প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে মাইক্রোচালক আজিম হত্যাকারীদের গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসীরা।
শনিবার বিকালে উপজেলার বেথুলী গ্রামের সড়কে এলাকার নারী ও শিশু সহ শত শত মানুষ ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে অংশ নেয়।
উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল সন্ধ্যায় বেথুলী গ্রামের মেহেদী হাসান তার চাচাত ভাই আজিমকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে। ওই হত্যাকান্ড ঘটনায় পর পরই পুলিশ মেহেদীকে আটক পরে তার বাবা মা সহ ৩ জনকে আসামী করে কালীগঞ্জ একটি হত্যা মামলা দায়ের হয়।
গ্রামবাসীদের আয়োজনে মানববন্ধনে অংশ নেওয়া ওই গ্রামের আশরাফুল ইসলাম জানান, আজিম হত্যাকারী মুল হোতা মেহেদী হাসান এখনো জেলে রয়েছে। কিন্তু ওই মামলার অন্য দুই আসামী মেহেদীর মাতা বেথুলী গ্রামের ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন ও বাবা
জামিনে এসেই মামলা তুলে নিতে আজিমের পরিবারকে হুমকি দিয়ে চলেছে। তারা নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মানববন্ধনে উপস্থিত নিহত আজিমের পিতা রমজান আলী জানায়, আসামীরা জামিনে এসেই মামলা তোলার জন্য চাপ দিচ্ছে। এছাড়াও তারা নিহত আজিমের শিশু সন্তানকেও ক্ষতি করবে বলে ভয় দেখাচ্ছে।
তিনি জানান, এ অবস্থায় আমার পরিবার শংকার মধ্যে দিন কাটাচ্ছে। তাই তিনি প্রশাসনের কাছে ওই মামলায় জামিনে থাকা আসামীদের পূনরায় আটকসহ ফাসির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *