পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:কেশবপুর বাহারুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ, আলোচনা সভা ও দো য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যা পক জিল্লুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মছিহুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবা ধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম।

এছাড়া অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্যে রাখেন, ৯ম শ্রেণির ছাত্র ফাহিম আবরার, হাবিবা রহমান, দাখিল পরী ক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর বাহা রুল উলুম কামিল মাদ্রাসার ফকিহ মুহাম্মদ আহসান উল্লাহ আজহারী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন, অত্র প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম এবং ইসলামি সংগীত পরিবেশন করেন নাফিজ উদ্দীন।

আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠান থেকে ৩১ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৫৫ সালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রা সাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সুনামের সাথে অত্র প্রতি ষ্ঠান টি সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে।
ছবিঃ
১২/০২/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *