পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:কেশবপুরে BETTER TIENS BETTER LIFE এটিকে সামনে রেখে তিয়ানসী বাংলাদেশ কোম্পানী লিঃ-এর আয়োজনে OOP- Open Plan Presention টিয়েন্স- (ওপিপি)-এর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকালে কেশবপুর পৌর প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাব কেশবপুরের উপদেষ্টা কৃষ্ণপদ দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন, খুলনা টিয়েন্স এক-এর ব্রান্ড পরামর্শদাতা মোঃ আল আমিন হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি মোঃ ওয়াজেদ খান ডবলু, সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাধা রণ সম্পাদক মোঃ শামীম আখতার মুকুল, কেশবপুর উপ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে, এম, মিজানুর রহমান ও ডাক্তার এম শাহিন।

এসময় খুলনা টিয়েন্স গ্রুপের  রফিকুল ইসলাম, মোছাঃ তানিয়া সুলতানা, আল-মামুন মুন্না, মনিরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

টিয়েন্স-(ওপিপি)-এর বিভিন্ন ধরনের পন্য বাজারজাত করার লক্ষ্যে কেশবপুরে পরিচিতিমূলক সেমিনার এই প্রথম অনুষ্ঠি ত হলো। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলে ন। পদক্ষেপ-১ পরিস্করণের মধ্যে আছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি, স্লিমিং টি, চিটোসান ক্যাপসুল, কর্ডিক্যাফে স্যাচেটস। পদক্ষেপ-২  প্রতিস্থাপনের মধ্যে আছে চিল্ডেন নিউট্রিয়েন্ট হাই ক্যালসিয়াম, হাইপারগাইসেমিয়া হাই ক্যাল সিয়াম, হাই ক্যালসিয়াম লেসিথিন পাউডার, জিঙ্ক পাস পাউ ডার, চিলড্রেন আইকিউ মিল।

পদক্ষেপ-৩ শক্তিশালীকরণ এর মধ্যে আছে কার্ডিসেপস্ ক্যাপসুল, সেল রিজোভিনেশন, গ্রেপ এক্সাট্রাকট ক্যাপসুল, স্পিরুলিনা ক্যাপসুল, জিমনেমা ক্যাপসুল। পদক্ষেপ-৪ ভারসাম্য তৈরীকরণের মধ্যে আছে রক্তসঞ্চালন ডিভাইস, আকুপয়েন্ট ট্রেজার, টিয়েন্স মাল্টি ফাংশনাল হেড কেয়ার এ্যাপারাটাস, টিয়েন্স ডিচো ফ্রুট এ্যান্ড ভেজিটেবল ক্লিনার প্রকৃতিক জীবাণুনাশক, সুস্থ জীবনের নিশ্চয়তা, টিয়েন্স টাই-এনার্জি ব্রেসলেট।

তাছাড়া এই পন্যের মধ্যে বিউটি, স্কিন কেয়ার এবং হাউজ প্রোডসক্টসহ অনেক প্রকার পন্য  রয়েছে বলে জানান, খুলনা টিয়েন্স এক-এর ব্রান্ড পরামর্শদাতা মোঃ আল আমিন হোসে ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *