আকিমুল ইসলাম,  চয়াডাঙ্গা:
টানা কদিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমায় শীতের তীব্রতা বেড়েই চলছে।
রবিবার ১৭ ডিসেম্বর সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রিতে। চুয়াডাঙ্গা প্রতিদিন সকালে থাকছে ঘন কুয়াশা।
বেলা না বাড়লে রোদের দেখা মিলছে না।  শীত চলছে সারা দিনই। তিব্র শীতে চুয়াডাঙ্গার নিম্নআয়ের মানুষ বিপাকে পড়ে ছে, কাজের জন্য তাদের শীত উপেক্ষা করে ঘরের বাইরে আসতে হচ্ছে।
কিন্তু তিব্র শীতে বাড়ি থেকে বের হওয়ায় কষ্টকর হয়ে যাচ্ছে জনস ধারণের।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, আজ রবিার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
পরে সকাল ৯ টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরো কিছু দিন থাকতে পারে। এতে আজ বাতাসের আদ্রতা আছে ৮৬%।
সামনে দিন থেকে তাপমাত্রা নিচে নামবে বলে জানান জেলার আবহাওয়া অফিস। ফলে শীতের তীব্রতা আরও বাড়বে।
One thought on “চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস দূর্ভোগে নিম্নআয়ের মানুষ”
  1. সাতক্ষীরায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত -৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *