আকিমুল ইসলাম  চুয়াডাঙ্গা থেকে :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রাতের দিকে যেকোন সময় ভারতীয় বর্ডার সীমান্তের মধ্যে এ ঘট নাটি ঘটে ,বিষয়টি দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহতরা দুইজন হলেন,চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজে লার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাক পাড়ার হায়দার আলীর ছেলে সাজিদুল ইসলাম (২৫) ও এক ই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩২)।
নিহত সাজিদুল ইসলামের একটি ও খাজা মঈনউদ্দিনের তিন সন্তান রয়েছে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা আরো  জানান, দুজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্র বেশ করেছিল।
ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। মরদেহ সেখানে আছে। ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে গরু নিয়ে আনতে গিয়ে ছিল।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
One thought on “চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *