,স্টাফ রির্পোটার, (যশোর):
চৌগাছা উপজেলার পৌরসভায় পলিথিন এর অবৈধ মজুদ ও বিক্রির দায়ে  ৫ দোকানীকে অর্থদন্ডে দন্ডিত করেছেন উপ জেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) গুঞ্জন বিশ্বাস।

সোমবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভ্রাম্মমান আদালতের মাধ্যমে এই রায় প্রদান করেন।

জরিমানার সকল অর্থ রাষ্ট্রিয় কোষাগারে জমা করেন বলে তিনি জানান।

এসময় এসিল্যান্ডের সাথে উপস্থিত ছিলেন যশোর জেলার প্রসিকিউটর-সৌমেন মৈত্র (পরিদর্শক)পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়। তথ্য সূত্রে জানা যায়, পরিবেশ সংর ক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫\১ ধারায়  ৫ জন দোকা নীকে মোট ২৫০০০ টাক অর্থদন্ড দেয়া হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মোঃ লিয়াকত হোসেন পিতাঃ মৃত চকম আলী,গ্রাম,চৌগাছা  বাজার,অর্থদন্ড ১০,০০০ টাকা। মোঃ ইবাদত হোসেন,পিতাঃ মৃত চকম আলী।

চৌগাছা  বাজার, অর্থদন্ড ৬,০০০ টাকা।  শ্রী কমল কুমার রায়, পিতাঃ অনিল কুমার রায়,কালীতলা, চৌগাছা বাজা র,অর্থদন্ড ২,০০০ টাকা। স্বপন রায়, পিতাঃ অনীল কুমার রায়,  কালীতলা, চৌগাছা বাজার, অর্থদন্ড ৩,০০০ টাকা।  প্রাণ সরকার,পিতাঃ মৃত সুধীর সরকার গ্রাম, কালীতলা, চৌগাছা বাজার, অর্থদন্ড ৪,০০০ টাকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *