চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় বিদুৎ স্পৃষ্টে সরোয়ার হোসেন বাবু (৫৭) নামের এক বাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার সিংহঝুলী গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আব্দুর
রহিম বিশ্বাসের ছেলে।

গত সোমাবর সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎ স্পৃষ্টে আহত হলে দ্রুত চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সিংহঝুলী গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক জানান, সোমবার সকাল ১০ টার দিকে বাবু ভাই নিজের ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। কিন্তু আক স্মিক তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন।

এই অবস্থায় পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে দ্রুত চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি বলেন, বাবু ভাই অত্র অঞ্চলে সুপরিচিত মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেল। বিদ্যুৎ স্পৃষ্টের বিষয়টির সত্যতা স্বীকার করেছে থানা পুলিশ।

এদিকে সরোয়ার হোসেন বাবুর আকস্মিক মৃত্যুতে পরিবার, বাস-মালিক সমিতি ও এলাকায় শোকের ছায়া নেমে এসে ছে।

 

One thought on “চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে বাসচালক বাবুর মৃত্যু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *