নিজস্ব প্রতিবেদক, (যশোর) ॥ যশোরের চৌগাছার পৌর সভার বড় মাছ বাজারে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ এ মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বুধবার দুপুরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ জানান, চলমান মৌসুম হচ্ছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম।

এই মৌসুমে মা ইলিশ ডিম ছাড়ে। সে কারনে মা ইলিশ মাছ রক্ষায় আমাদের সচেতন হতে হবে।

তিনি জানান, ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।

এই আইন অমান্যকারীকে কমপক্ষে ১-২ বছরের সশ্রম কারান্ড অথবা ৫০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ড প্রদান করা হবে।

সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, মৎস্য ব্যাবসায়ী ইয়ামানুর রহমান টিটো, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, ওহিদুল ইসলা ম, ফারুক আহমেদ, রানা আহমেদ, শাহিনুর রহমান, শিপন আলী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *