স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ আসন্ন চৌগাছা উপ জেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসার বাছায়ে পক্ষপাতিত্বমূলক আচারণ করা হয়েছে বলে অভি যোগ উঠেছে।

নির্বাচন কর্মকর্তা সহকারী রিটানিং অফিসারের উপর দায়
চাপিয়ে নিজে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

তবে সহকারী রিটানিং অফিসারের পক্ষে উপজেলা সহকা রী কমিশনার (ভূমি) বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

জানাগেছে, আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন করা হবে।

এই নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বরা বরই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়। স্ব-স্ব প্রতি ষ্ঠান তাদের শিক্ষকদের তালিকা অনলাইনে ও হার্ড কপি সংশ্লি ষ্টদের কাছে জমা দেন। ভোটে জনবল বেশি লাগতে পারে এমন ভবনা হতে এবারই প্রথম উপজেলার কিন্ডার গার্টেন স্কুল ও পৌরসভা হতে তালিকা নেয়া হয়। কিন্ডার গার্টেনের শিক্ষকরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন এমন খবরে উচ্ছসিত হন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

কিন্তু শিক্ষকদের সব স্বপ্ন বিফলে গেছে। গত দুই দিন ধরে নির্বাচন অফিস হতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছেন এক দিনের প্রশিক্ষন গ্রহনের জন্য কিন্তু বাদ পড়েছে সকল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা। শুধু কিন্ডার গার্টেন না চৌগাছা আইপি পৌর ও ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয় হতে কাউকে এই দায়িত্বে নেয়া হয়নি বলে জানা গেছে।

একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজে লা নির্বাচন কর্মকর্তা চৌগাছায় দীর্ঘদিন চাকরি করছেন।

তিনি ইচ্ছামত এসব কাজে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করেন
এবং তাদেরকেই বরাবর দায়িত্ব দেন।

একাধিক কিন্ডার গার্টেন স্কুলের প্রধানগন জানান, কিন্ডার স্কুল হতে একজন করে শিক্ষক নিলেও অনেকে খুশি হতেন। কেননা তারওতো শিক্ষায় শিক্ষিত।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজার কাছে
জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের কোন কিছুই আমার করার নেই। তবে নির্বাচনী বিধি মোতাবেক নির্বাচনী দায়িত্ন দেয়া হয়েছে।

One thought on “চৌগাছা উপজেলা নির্বাচনে দায়িত্বে বন্টনে পক্ষপাতিত্বমূলক আচারন”
  1. চৌগাছা উপজেলা নির্বাচনে দায়িত্বে বন্টনে পক্ষপাতিত্বমূলক আচারন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *