জীবননগর প্রদিনিধি:
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতি পাদ্যকে  সামনে রেখে  জীবননগরে বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে  ভৈরব নদের দু’ধারে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জীবননগর উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে
গতকাল  বুধবার (১৪জুন)  সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ  রোকুনুজ্জামানের সভা পতিত্বে  জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান এই বৃক্ষ রোপণের শুভ উদ্বোধন করেন ।
জানা যায়, জীবননগর লক্ষিপুর ভাঙ্গা ব্রীজ হতে রাখাল শাহ ব্রীজ পর্যন্ত ভৈরব নদের দু’পারের ৮ কিলোমিটারে ৮ হাজার নানা প্রজাতের গাছের চারা রোপণ করা হবে ।
বৃক্ষ রোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, জীবননগর উপজেলার ভাইস চেয়ারম্যান  আব্দুস সালাম ঈশা, জীবননগর উপজেলা বন কর্মকর্তা মোঃ কাজোল হোসেন,  জীবননগর পৌ- ৫ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  মোঃ হাসান আলী প্রমুখ ।
জীবননগর উপজেলা পরিষদের হাজী হাফিজুর রহমান বলেন, জীবননগর উপজেলার পরিবেশ ঠিক রাখতে উপজেলাকে সবুজ বনায়নের রূপান্তরিত করার জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নাই তাই আমরা এই বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি।
জীবননগর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  রোকুনুজ্জামান বলেন,  আমরা যেখানেই জায়গা পাবো সেখানেই বৃক্ষরোপন করব ।

চুয়াডাঙ্গা জেলা অত্যন্ত হিট প্রবণ জেলা এই জেলাকে তাপমাত্রার হাত থেকে বাঁচানোর জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নাই ।  ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *