জীবননগর  প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ২০২৩ – ২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিয়ার) কর্মসূচির আওতায় দ্বি তীয় পর্যায়ে নির্বাচনী এলাকা ভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবা য়নে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে ।

জীবননগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফি সের আয়োজনে ।

১৪ ফেব্রুয়ারি (বুধবার)  সকাল ১১ টায় উপজেলা অডিটো রিয়ামে  এই বিতরণ হয়।

জীবননগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে চেক বিতরণ করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা ২ এর সংসদ  সদস্য হাজী  আলি আজগর টগর এমপি ।

উপজেলার ৩২ টি প্রতিষ্ঠানে  ২৬ লক্ষ ৮৩ হাজার ৩৩৬ টাকার চেক বিতরণ করা হয় ।

বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠানের সভাপতি সম্পাদক এই চেক গ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাখি, জীবননগর পৌর মেয়র, জীবননগরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,

সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রাজনৈতিক ব্যক্তিবর্গ । ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *