মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় ধারন ক্ষমতার অতি রিক্ত আতপ চাল মজুদ করার দায়ে একটি অটো রাইস মি লের এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলার মহাদেবপুর উপজেলাধীন স্বরসতিপুর এলাকায়
অবস্থিত এসিআই অটো ফুড লিমিটেড এর চাল মিলে ভ্রাম্য মান আদালত পরিচালনা করে ১ লাখ জরিমানা করা হয়ে ছে।

আদালত একই সাথে আগামী তিন দিনের মধ্যে মজুদকৃত সমুদয় চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দিয়েছে।

জেলা ম্যাজিষ্ট্রেট ও নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. গোলাম মওলা জানিয়েছেন স্বাভাবিক পরিদর্শনের অংশ হিসেবে এসিআই অটো ফুড লিমিটেড এর চাল মিলে গেলে অনুমোদিত ধারণ ক্ষমতার অতিরিক্ত আতপ চাল মজুদের সত্যতা পাওয়া যায়।

তাৎক্ষনিক মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল
হাসান সোহাগের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত গঠন করে এই ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক আরও বলেন চালের বস্তার গায়ে বিক্রয় মুল্যের চেয়ে অতিরিক্ত বেশি মুল্য লেখায় সকল বস্তা থেকে প্রাইস ট্যাগ খুলে বিক্রিত মুল্যের নতুন প্রাইস ট্যাগ লাগাতে নির্দেশ দেয়ার হয়।

এসময় জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

One thought on “নওগাঁয় চাল মজুদ করার দায়ে এসিআই অটো রাইস মিলের জরিমানা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *