মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ উত্তর জনপদের জেলা নও গাঁ। খাদ্যশস্য ভান্ডার হিসেবে খ্যাত এ জেলা।

গত কয়েক দিনের তীব্র শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে নওগাঁ জেলা র প্রতিটি মাঠে মাঠে চলছে এখন ইরি-বোরো ধান রোপনের মহোৎসব।

উত্তরের হিমেল হাওয়া, হাড়কাঁ পানো প্রচন্ড শীত ও ঘন কুয়া শা উপেক্ষা করেই বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা।

নওগাঁ জেলার প্রতিটি মাঠে মাঠে চলছে বোরো ধানের চারা রোপনের কাজ।

সঠিক সময়ে বোরো ধান রোপন করতে পেরে খুশি কৃষকে রা।

প্রচন্ড শীত আর ঘনকুয়াশায় বোরো বীজতলা তৈরি করা থেকে শুরু করে চারা রোপন করা পর্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটছে চাষিদের।

ইতিমধ্যে নানা সমস্যার মধ্যেও বোরো চারা রোপনের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন কৃষকরা।

এখন গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে ধানের চারা রোপ নের কাজ চলছে।

কোনো জমিতে চলছে চাষ, বীজতলা থেকে তোলা হচ্ছে বীজ, চলছে রোপন সব মিলিয়ে মাঠে মাঠে জোরেশোরে
চলছে বোরো ধান রোপনের কাজ।

কৃষকরা বলছেন, এক ফসল বিক্রি করে অন্য ফসল আবাদ করা হয়।

এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এখন জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা পাইকারী হারে কৃষিজমিগুলো লিজ দিয়ে তৈরি করছেন মাছ চাষের পুকুর।

এতে করে স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তিন ফসলী কৃষি জমি।

কৃষক মোঃ মতিন চৌধুরি বলেন, গত বছর তিনি ১৬বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন।

এবার করছেন ১৪বিঘা জমিতে।

প্রচন্ড শীত আর ঘনকুয়াশাকে উপেক্ষা করে প্রায় জমি তৈ রির কাজ শেষের দিকে।

আর ক’দিনের মধ্যে চারাগাছ রোপন করা শুরু করবো।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. জাহিদ হাসান বলেন, কৃষি
অফিসের পক্ষ থেকে আমরা জেলার কৃষকদের বোরো বীজ তলা তৈরি করা

থেকে শুরু করে জমিতে চারা রোপন করা পর্যন্ত সকল পরা মর্শ প্রদান করে আসছি।

আশা করছি আবহাওয়া অনুক’লে থাকলে এবার ইরি-বোরো
চাষে কৃষক লাভবান হবে।

তিনি আরোও জানান, এ পর্যন্ত জেলায় প্রায় শতকরা ৩০শ তাংশ জমিতে বোরো ধান রোপন করা সম্পন্ন হয়েছে।

বর্তমানে উপজেলার প্রতিটি মাঠে মাঠে চলছে এখন ইরি-বো রো ধান রোপনের মহোৎসব।

অতিদ্রুত পুরো নওগাঁ জেলার প্রতিটা মাঠের জমিতে বোরো ধান রোপন করা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *