মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় নৃত্য গুনীজন সন্মা ননা প্রদান এবং শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ’র অন্যতম নৃত্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান নৃত্যরং একাডেমী এই অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলা পরিষদ মলিনায়তনে বর্নাঢ়্যভাবে এই অনুষ্ঠান চলে।

নওগাঁ’র পুলিশ সুপার মুহাম্মদ রশিদুল হক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা কমিটির সভাপতি স্থানীয় বিশিষ্ট নৃত্য শিল্পী মোরশেদা বেগম শিল্পী’র সভাপ তিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরফিুলইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সামজিক সংসগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী, সম্মিলীত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ার হোসেন লিটন, সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পা দক রফিকুদ্দৌলা রাব্বী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলনের সাবে সাধারন সম্পাদক কন্ঠশিল্পী মোসাদ্দেক হোসেন, মানবি ধাকর কমি শনের চন্দন কুমার দেব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জো টের সভা পতি মোঃ হাসমত আলী।

নৃৃত্য পরিচালক সুলতান মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নৃত্য রং একাডেমীর পরিচালক লিজা সুলতান। এ অনুষ্ঠানে দেশ বরেণ্য নৃত্য প্রশিক্ষক হাসিব পান্না, বেলায়েত
হোসেন, তামান্না রহমান ও এম আর ওয়াসেফ’কে সন্মাননা প্রদান করা হয় ।

এ ছাড়াও বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক আব্দুস সামাদের গড়া প্রতি ষ্ঠান বগুড়া’র আমরা ক’জন র্শিপী গোষ্ঠীকে সাংগঠনিকভা বে সন্মাননা প্রদান করা হয়।

পরে শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যায় ভারতের কলকাতা প্রদীপ্ত ডান্স এ কাডেমীর শুভঙ্কর কুন্ডু, আলোলিকা চক্রবর্তী, প্রশান্ত বেরা ও নীতা কর্মকার, ঢাকা’র ঘুঙুর নৃত্যালাপ-এর নুসরাত সরকার সৃষ্টি, নৃত্য ছন্দ ঢাকা’র জসিমউদ্দিন, নৃত্যম নৃত্যশীলন ঢাকা ’র মাহমুদুল হাসান রিপন, মানমি তানজানা অর্থি, ফারহানা করিম তন্দ্রা ও আরিবা ইবনাত ছোঁয়া, নন্দন লরিথকলা কেন্দ্র নাটোরের নীল সাহা এবং নওগাঁ’র আয়োজন সংগঠন
নৃত্য রং একাডেমীর প্রশিক্ষনার্থীরা শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *