মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় ৭৫তম আন্তর্জাতিক
মানবাধিকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা সংগঠন পৃথক পৃথক অনুষ্ঠানমালার
আয়োজন করে।

বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়ো জিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।

আলোচনা করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভি ল সার্জন ডাঃ আবু হেনা মোঃ রায়হানুজ্জামান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল রানা, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ম্ঃো কায়েস উদ্দিন প্রমুখ।

এ অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলার চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বেসরকারী
উন্নয়ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে সকাল সাড়ে ৯টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখা পৃথক কর্মসূচী পালন করে।

কর্মসূচীর মধ্যে ছিল আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনু ষ্ঠান।

মানবাধিকার কমিশন নওগাঁ’র সভাপতি এ্যাড. সরদার সালাহ উদ্দিন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিলসার্জন অঅবু হেনা
মোঃ রায়হানুজ্জামান সরকার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক চন্দুন কুমার দেবসহ অন্যরা। পরে শহীদ মিনার প্রাঙ্গনে মান বাধিকার দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়ো জন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *