মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় স্থানীয় সরকার পর্যায়ে উত্তম চর্চা বিষয়ক পারস্পরিক শিখন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের কনভেন্সশন সেন্টারে ওয়েভ ফাউ ন্ডেশন নওগাঁ আয়োজিত সভায় সদর উপজেলার এএনসি কমিটির সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডুর সঞ্চাল নায় সভায় জেলার ২০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংশগ্রহণ করেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বিভা গীয় সহকারি সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা সহা য়ক মিনহাজুল করিম প্রমুখ।

জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওয়ে ভ ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সভায় সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায় ও তৃতী য় লিঙ্গের মানুষদের কাছে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সুযো গ-সুবিধা পৌছে দেয়া যায় এবং সম্মুখিন হওয়া বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

One thought on “নওগাঁয় শিখন সভা অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *