আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সান্তাহার রেল ষ্টেশনে গত দুইদিনের ব্যাবধানে নাতিকে বাঁচাতে গিয়ে ফের ট্রেনে নীচে কাটা পড়ে রফিকুল ইসলাম (৬৫) নামের এক ব্যাক্তির শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়েছে। সে মাদারিপুর বিলাস বাড়ি এলাকার বাসিন্দা বলে জানাগাছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরনে জানাযয়, বুধবার বিকের সাড়ে ৫ টারদিকে রফিকুল ইসলাম স্ত্রী,ছেলে, নাতিসহ পরিবারের অন্যান্যে আরোও কয়েক জন সদস্য নিয়ে সান্তাহার জংশন
ষ্টেশনের দুই নম্বর প-াটফরনে ট্রেনের জন্য অপেক্ষা করছি লেন।

একপর্যায়ে রফিকুলের নাতি খেলা করার সময় সবার অগো চরে প-াটফরম থেকে নীচে রেল লাইনের ভিতরে পড়ে গেলে দাদা রফিকুর ইসলাম বাবা তাকে উদ্ধার করতে যায়। এসময় ঢাকা ছেড়ে আসা রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্্রপ্রেস ট্রেন চলে আসে। এতে ছেলে নাতিকে নিয়ে প-টফরমে
উঠলে ও দাদা রফিকুল ওই ট্রেনের নীচে কাটা পড়ে শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্দার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উলে-খ্য গত ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টারদিকে সান্তাহার জংশন ষ্টেশনের ৪ নম্বর প-াটফর্রম থেকে ছেড়ে য়াওয় বোনার পাড়াগামী কলেজ ট্রেনে উঠতে গিয়েরেহেনা বেগম (৫৫) প-াটফরম থেকে নীচে পড়ে ট্রেনের নীচে কাটা পড়ে এক পা,এক হাত শরীর থেকে বিছিন্ন হয়ে প্রায় দেড় ঘন্টা মৃত্যুরসাথে পাঞ্জালড়ে পুচর রক্তক্ষরণে ঘটনাস্থলে
তার মৃত্যু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *