সাতক্ষীরা প্রতিনিধি:
এইচএসসি ২০২৩ ব্যাচের পরীক্ষার তারিখ পেছানো ও ১০০ নাম্বারের স্থলে ৫০ নাম্বার করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাব এর সামনে এইচএসসি ২০২৩ ব্যাচের সাতক্ষীরা জেলার সকল শিক্ষার্থী এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারি শিক্ষার্থীরা “২৩ ব্যাচকে কেন অবহেলা? দাবি একটাই ৫০ নাম্বার এর পরীক্ষা চাই” বলে স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আগামী ১৭ আগষ্ট থেকে শুরু হওয়া পরীক্ষার তারিখ পেছাতে হবে এবং ১০০ নাম্বারের জায়গায় ৫০ নাম্বার পরীক্ষা নিতে হবে। এছাড়া ঢাকার শাহবাগে আটককৃত আমাদের ভাইদের দ্রুত ছাড়তে হবে। তা না হলে রাজ পথ থেকে আমরা বাড়ি ফিরবো না।

এসময় সাতক্ষীরা সরকারি কলেজের ২৩ ব্যাচের শিক্ষার্থী সাইদুল হক নোমান এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, শাহরিয়ার হাসান, শেখ রিয়াজ, শেখ রাজিব আহমেদ, সাতক্ষীরা ডে নাইট কলে জের ২৩ ব্যাচের শিক্ষার্থী শামিম রেজা, ইবতি জামিল, মাহি রহমানসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *