স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ায় আগামীকাল শনিবার (১৬ ফেব্রুয়ারী) তিনদিন ব্যাপী একুশে বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হবে।

পুঠিয়া পরেশ নারায়ণ (পিএন) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ সদস্য ও রাজশা হী জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। বাংলাদেশ উদীচী পুঠিয়া
শাখা সংসদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসে বে উপস্থিত থাকবেন, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নির্ঝর,বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকারআহম্মেদ গোলাপ, উদীচী পুঠিয়া শাখা সংসদের সভাপতি সরোয়ার হোসেন শান্তি ও বইমেলা ও উৎসব প্রস্তুতি কমিটির আহবায়ক ও উদীচী পুঠিয়া শাখা সংসদের সহ-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ডলার।

আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারী পুঠিয়া পরেশ নারায়ণ (পিএন) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্নধরনের বইয়ের স্টল ছাড়াও লাঠিখেলা,সংগীতা অনুষ্ঠান, দেশের গান ও আবৃত্তি।

One thought on “পুঠিয়ায় একুশে বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *