স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়ার ধোপাপাড়ায় জানালার গ্রিল কেটে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এছাড়াও একই এলাকায় গত মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা। গত শুক্রবার (১৯ জানুয়ারি)সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া গ্রমের
অধ্যক্ষ আহসানুল্লাহর বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

জানাযায়,শুক্রবার সকাল ১১ টার দিকে ভাগিনাকে বিয়ের কারণে সপরিবারে পাবনায় য়ান ধোকড়াকুল ডিগ্রী কলেজে র অধ্যক্ষ আহসানুল্লাহ।

ওই দিনই সন্ধ্যা ভুক্তভোগী অধ্যক্ষ আহসানুল্লাহ বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিজ বাসায় ফিরেন।

এ তিনি তারা বাড়ির ভেতর থেকে দরজা আটকে দেওয়া
থাকায় ঘরে ঢুকতে পারছিলেন না। এসময় তিনি তারা ঘরের জানার গ্রিল কাটা পরে থাকতে দেখেন।

সেই কাটা গ্রিল দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে পুরো ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান।

এ ব্যাপারে অধ্যক্ষ আহসানউল্লাহ বলেন, আমরা সকালের দিকে বিয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাই, পরে সন্ধ্যার পরে বাসায় ফিরে দেখি জানালা ভাঙ্গা এবং ঘরের ভিতর থেকে গেট আটকে দেওয়া।

পরে ঘরের ভেতর প্রবেশ করে দেখি সবকিছু এলোমেলো। চুরি হয়েছে আমার বাড়ির কিছু টাকা ও স্বর্ণের গহনা।

এছাড়াও আমার বাড়িতে বেড়াতে আসা আমার ভাগ্নির
স্বর্ণ ও ভাগ্নি জামাইয়ের ১ হাজার ২‘শ ইউএস ডলার ও বিভিন্ন দেশের আরো প্রায় ৫ হাজার বৈদেশিক মুদ্রা ছিল সেগুলো তারা চুরি করে নিয়ে গেছে।

এছাড়াও বিগত দিনে এই এলাকার বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। অন্যদিকে এসব চুরির কোন হদিস করতে পারেনি প্রশাসন।

তাই চোররা থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে।

এসব চুরির বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তিরা বলছেন,মাদকাসক্তসহ বিভিন্ন ধরনে নেশার সাথে এক শ্রেণীর মানুষেরা জড়িত হয়ে পরেছে।

এরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউই মুখ খুলতে চায় না। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, ঘটনা শোনার পর গতকাল রাতে আমি সেখানে বিট অফিসারপাঠিয়ে ছিলাম তারা তদন্ত করেছে।

এখন ভুক্তভোগী অভিযোগ করলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব বলে এ কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *