আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সঙসদ নির্বাচনে বগুড়া ৩৮-৩ আদমদীঘি-দুপচাচিয়া নিয়ে গঠিত আসনটি আওয়ামীলীগ,জাতীয় পাটিকে ছেড়ে দিয়েছে। এতে আওয়ামীলীগের নৌকার প্রার্থী প্রর্থীতা প্রত্যাহার ক রেছে।

এ সংবাদ এই সংসদীয় আসন আদমদীঘি- দুপচাচিয়া
এলাকায় পৌছার পর থেকে আওয়ামীলীগের নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষের মাঝে চরম ক্ষোবের সৃষ্টি হয়েছে।এ আসনে আওয়ামীলীগ নৌকার মনোনয়ন দিয়েিেছলেন সাবেক আদমদীঘি উপজেলা চেয়ারম্যান উপজেলা আওমীলীগের সভাপতি সিরাজুর ইসলাম খাাঁন রাজুকে। জাতীয় পাটির লাঙ্গঁলের মনোয়নয়ন পেয়েছিন বর্তমান সংসদ সদস্য এ্যাডঃ নুরুর ইসলাম তালুকদার।

সাবেক আদমদীঘি উপজেলা চেয়ারম্যান উপজেলা আমী লীগের সভাপতি সিরাজুর ইসলাম খান রাজু দীর্ঘদিন ধরে এলাকায় শক্ত হাতে নেতৃত্ব দিয়ে আওয়মীলীগকে এগিয়ে নিতে নিরলশ ভাবে কাজ করে দলের নেতা কর্মদের
ঐক্যবদ্ধ করে সমাজের সকল কর্মকান্ডে শরিক থেকে এলাকায় উন্নয়ন সাধিত করেছেন।

তার যগ্য নেতৃত্বের কারনে পর পর দুই বার উপজেলা নির্বাচনে
তিনি নির্বাচিত হয়েছেন পাশাপাশি উপজেলার দুটি ইউপি পরিষদ নির্বাচনে ও দলের র্প্রাথীরা নির্বাচিত হন। রাজুর নেতৃত্বে দলের নেতাকমীদের মধ্যে ঐক্যগড়ে উঠেছে।

ফলে এ আসনটি জাতীয় পাটিকে ছেড়ে দেওয়ায় দলের তৃনমুল থেকে সর্বস্তরেরু নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার নেতাকর্মীরা জানান, পাতীয় পাটির প্রার্থী নুরুল ইসলাম তালুকদার এমপি নির্বাচিত হওয়ার পর কখনো আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখেনি এমনকি তিনি আওয়ামীলীগ অফিসেও বসেন না।

এবারের নির্বাচনের মাঠে জাতীয় পটির মনোনীত লাঙ্গলের র্প্রাথী নুরুর ইসলাম তালুদারের সাথে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।

প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন আওয়ালীগের বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী খাঁন মোহাম্মদ সাইফল-াহ মেহেদী ট্রাক মার্কা, আঃ লীগের বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার কাঁচি মার্কা,আফ রিনা পাভীন বাংলাদেম সুপ্রীম পাটি (বি,এস,পি), একতারা মার্কা, আব্দূল মোত্তালেব হোসেন তৃনণমুল বিএনপি,সোনালী আঁশ মার্কা, আঃ মালেক সরকার জাসদ জাতীয় সমাজতা ন্ত্রিক দল মশাল মার্কা,তাজউদ্দীন মন্ডল বাংলাদেম কংগ্রেস
ডাব মার্কা, নজরুল ইসলাম স্বতন্ত্র কেটলি মার্কা, আওয়ামী লীগের বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী, ফেরদৌস,স্বধীন,ফিরোজ ঈগল মার্কা, রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ জাতীয়তাবাদি অন্দেলন বিএনএম নোঙ্গর মার্কা, মোঃ আফজাল হোসেন স্বতন্ত্র ফুলকপি মার্কা। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *