আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  ঃ বিকাশ, নগদ এপর এবার ব্যাংক গ্রহককের সাথে প্রতারনা করে একাউন্ট থেকে ১৭৫ ০০ টাকা তুলে নিয়েছে প্রতারক চক্র।
জানাযায়, সান্তাহার পৌরসভার দুই নম্বর ওয়াৃডের উপর পোঁওতা গ্রামের মাহমু আী টিপুর মেয়ে জান্নআতুন ফেরদৌস এবং তার ছেলে আদনের ইসলামী ব্যাংক সান্তাহার শাখার একাউন্ট থেকে প্রতারক চক্র।
ভুক্তভুগি ব্যাংক গ্রাহককে মোবাইল ফোনে কল করে ইসলা মী ব্যাংক প্রধান শাখার কর্মকর্তার পরিচয় দিয়ে  তানভির হাসান মামুন নামের এক প্রতারক গ্রহক জান্নাতুন ফের দৌসের কাছে থেকে এবং তার ছেলে আদনের ব্যাংক একা উন্টও এটিএম বুথের নাম্বার নেওয়ার পর প্রতারক চক্র ওই গ্রহকসহ তার ছেলের একাউন্ট থেকে ১৭৫০০ টাকা তুলে নিয়েছে।
ভুক্তভুগি জানান, ঐদিন তার একাউন্টে বিদেশ থেকে দুই লাখ টাকা আসার কথাছিল।
ফলে অল্পের জন্য আরোও দুই লাখ টাকা খোয়া যাওয়া থেকে বেচে যায় ব্যাংক গ্রাহক জান্নাতুন ফেরদৌস।
এবিষয়টি নিশ্চিত কর  ইসলামী ব্যাংকের সান্তাহার শাখার ম্যানেজার মোঃ বেলাল হোসেন জানান,মাঝে মধ্যে এরক ঘটনা ঘটছে আমরা গ্রাহকদের এব্যাপরে সজাক থাকতে বলা হয়। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *