আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘিতে ঢাকাগামী বাস মটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে মটরসাইকেল আরোহী শাকিল আহমেদ (২৪) তার বন্ধু সজীব হোসেন (২৩) নামের দুই যুবকের মুত্যু হয়েছে এবং মাহবুব হেসেন (২৩) নামের
একজন গুরুতর আহত হয়েছে। জনতা বাস আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গাছে।

নিহত শাকিল আদমদীঘি উপজেলার দরিয়াপুর গ্রামের হোসেন আলীর ছেলে এবং সজীব হোসেন একই গ্রামের মোঃ সিরাজুর ইসলামের ছেলো আহত মাহবুব একই উপ জেলার প্রান্নাতপুর গ্রামের মোঃ হেলালের ছেলে বলে জানাগাছে।

জানাযায়, সোমবার রাত সাড়ে ৯ টারদিকে নিহত শাকিল, সজীব এবং মাহবুব বগুড়া থেকে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আদমদীগি উপজেলার শেষ সিমানা চৌমহনী
টিএম এস রাইচ মিলের সামনে নওগাঁ থেকে ঢাকাগামী ঢাকা -মেট্রো-ব-১১-৫১২১ শ্যামলি পরবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মটরসাইকেল আরোহী আহত তিন বন্ধুকে উদ্ধার ক রে আদমদীঘি সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকি ৎসক শাকিল ও সজীবকে মৃত ঘোষনা করেন ও আহত মাহ বুকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আদমদীঘ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরণ করেছে। বাসটি াাটক দেখানো হয়েছে ।

এরির্পো লেখা পর্যন্ত তানায় কোন মামলা দয়ের হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *