মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
রোববার দুপুরে উপজেলার মান্দাড়বাড়িয়া ইউপির নগরবন্নী এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক জুয়েল রানা (২৭) ও সুমন (২৩) যাদবপুর ইউপির জলুলী সুন্দরপুর গ্রামের বদিয়ার মণ্ডলের ছেলে।
এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি।
দুপুর ২টার টার দিকে নগরবন্নী নামক স্থান দিয়ে মোটরসা ইকেলে করে সীমান্তের দিকে যাওয়া একটি মোটর সাইকে লের গতিরোধ করে তারা। সেসময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৩ কেজি ৫’শ ৫৮  গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বার। যার আনুমানিক মূল্যে  ৩ কোটি ৩৩ লাখ টাকা।
আটক করা হয় ওই গ্রামের জুয়েল ও সুমন নামের আপন দুই ভাইকে।
তিনি আরও বলেন, স্বর্ণের বার শুল্ককর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখার আটককৃত আসা মিদেরকে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে
One thought on “মহেশপুর সীমান্ত থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ পিস স্বর্ণের বারসহ আপন দুই ভাই আটক ”
  1. মহেশপুর সীমান্ত থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ পিস স্বর্ণের বারসহ আপন দুই ভাই আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *