এস ইসলাম, লালপুর(নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুর ও চরজাজিরা মৌজায় ফসলি জমিতে অবৈধভাবে বালু  ও ভরাট উত্তোলনের প্রতিবাদে  মানবন্ধন করেছেন জমির মালিক ও স্থানীয়রা।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার লালপুর সদরের পদ্মা নদীর চরের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা বলেন, উপজেলার পদ্মা নদী থেকে ইজা রাকৃত জায়গায় বালু ও ভরাট উত্তোলন না করে অবৈধভাবে বিভিন্ন মৌজায় বালু উত্তোলনের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী ইপিজেড, পাকশী হার্ডিং ব্রিজ, প্রস্তা বিত অর্থ নৈতিক অঞ্চল, নদী তীর রক্ষা বাঁধ, প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্প ও ফসলি জমি সহ ঘরবাড়ী ও বিভিন্ন প্রতি ষ্ঠান পদ্মা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা এর প্রতিবাদ করলে বালু উত্তোলনকারীরা তাদের উপর গুলিবর্ষণ সহ নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদা ন করে আসছে।

এতে তাদের ফসলি জমি নষ্ট হচ্ছে। আবাদ করতে না পারায় মানবতার জীবনযাপন করছেন স্থানীয়রা।

তারা তাদের ফসলি জমি থেকে অবৈধ ভাবে বালু ও ভরটা উত্তোলন বন্ধ করার সু-ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখ তার বলেন, নদী এলাকায় ইজরার বাহিরে থেকে কোন প্রকার বালু ও ভরাট উত্তোলন করা হলে বালু ও ভরাট উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

One thought on “লালপুরে অবৈধভাবে ফসলি জমিতে বালু-ভরাট উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন”
  1. লালপুরে অবৈধভাবে ফসলি জমিতে বালু-ভরাট উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *