শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতাঃ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ঝিনাইদহÑকুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার বড়দা নামক স্থানে বাসের ধাক্কায় নসি মনে থাকা ২ পান ব্যবসায়ী নিহত ও ৩ জন গুরুত্বর আহত হয়েছে।

আহদের বাড়ি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার ভায়না গ্রামে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে , ঝিনাইদহÑকুষ্টিয়া মহসড়কের বড়দা নামক স্থানে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা পরিবহন নামের একটি বাস পিছন থেকে পান বোঝায় একটি নসিমন কে ধাক্কা দিলে নসিমনে থাকা পান ব্যবসায়ী খোকন (২৩) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যায় এবং ৪জন গুরুত্বর ভাবে আহত হয়। আহত দের মধ্যে
মহাদেব কুমার (৫৮) কে উদ্ধার করে শৈলকুপা হাসপাতাল নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

আহত নসিমন চালক আবু হাসেম , আহাদ আলী ও আব্দুল সাত্তার কে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে ভায়না গ্রামের আকিবুল ইসলাম মেম্বার জানান, ভায়না গ্রামের পান ব্যবসায়ী খোকন, মহাদে ব সহ ৬ব্যক্তি তারা দুপুরে গ্রাম থেকে নসিমনে পান নিয়ে শৈল কুপার গাড়াগঞ্জ বাজারে বিক্রি করতে গিয়েছিল।

পরে জানতে পারলাম কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনা গামী রুপসা পরিবহন নামের একটি বাস
নাসিমনে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।

এব্যপারে ঝিনাইদহ হাইওয়ে থানার দায়িত্বরত আফিসার মিজানুর রহমান জানান, সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘাতক বাসটি আটক করেছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *