সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় উভয়ের মধ্যে ধস্তাধস্তির পর অসুস্থ্য হয়ে পড়ে মারা গেছেন নাজমুল হাসান তারা(৫৫)নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী।

শনিবার (১৯আগষ্ট) রাত ১০টার দিকে শহরের চা য়না বাংলা (সিবি) হাস পাতালে চিকিৎসাধীন অব স্থায় তিনি মারা যান।

হার্ডওয়্যার ব্যবসায়ী নাজমুল হাসান তারা (৫৫) সাত ক্ষীরা শহরের দক্ষিন পলাশপোল বউবাজার এলা কার মৃত আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা পৌর সভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সফিক উদ দৌলা সাগর জানান, আদালতে মামলা চলমান একটি জমির সীমানা নির্মাণ করাকে কেন্দ্র করে নাজমুল হাসান তারা সঙ্গে আব্দুর রহমান বাবু ও নুরুজ্জামানের বচসা হয়।

একপর্যায় বুকে ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে সাতক্ষীরার সদর হাস পাতালে ভতি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহরের সিবি হাসপা তা লে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাতে মারা যান তিনি।

উভয়ের মধ্যে বচসা চলাকালে তিনি কোন ভাবেই আঘাতপ্রাপ্ত হননি।

পরিবারের বরাতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইস লাম জানান, শহরের পলাশপোলে নাজমুল হাসানের হার্ডওয়্যারের দোকান ছিলো।

গতকাল শনিবার (১৯ আগস্ট) সকালে স্থানীয় আব্দু র রহমান বাবু ও নুরুজ্জামানের সাথে নাজমুল হাসা নের বচসা হয়।

একপর্যায়ে ধস্তাধস্তি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে বেলা ১টার দিকে তাকে শহরের চায়না বাংলা (সিবি) হাস পাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসা ধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

ওসি মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মৃতের পরি বারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। অ ভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *