আকিমুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গার জীব ননগর উপজেলার স্যালোমেশিনে ওড়না পেছিয়ে মরিয়ম খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (৩১ মার্চ) সন্ধ্যার সময় উপজেলার যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মরিয়ম খাতুন উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের মাঝেরপাড়ার মুদি ব্যবসায়ী হাফিজুর রহমা নের মেয়ে। দুই ছেলে-মেয়ের মধ্যে মরিয়ম ছিল ছোট।
এক মাত্র আদরের মেয়েকে হারিয়ে অসুস্থ হয়ে  পড়েছেন বাবা-মা।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে মাঠের ধান ক্ষেতে স্যালো মেশিন দিয়ে জমি পানি দেয়া হচ্ছিল। স্যন্ধার একটি আগে শিশু মরিয়মসহ ৪/৫ জন শিশু খেলার ফাঁকে স্যালোমে শিনের পাইপে মুখ ঠেকিয়ে পানি পান করার সময় ওড়না মেশিনের চাকার মধ্যে ঢুকে পেচিয়ে গেলে শিশু মরিয়ম কয়েকপাক ঘুরে দূরে ছিটকে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরিয়মকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুই ভাই বোনের মধ্যে মরিয়ম ছিল একমাত্র ছোট মেয়েকে হারিয়ে পরিবারেসহ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
পরে রাত সাড়ে নয়টার দিকে যাদবপুর ঈদগাহ ময়দানে জানাজার শেষে কবর স্থানে লাশ দাফন সম্পূর্ণ হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় লাশ দাফন অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *