পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:
সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোরের সভাপতি ও পুনশ্চ, যশোরের প্রতিষ্ঠাতা অধ্যাপক সুকুমার দাস এর অকাল প্রয়াণে স্বাধীনতা সাংস্কৃতিক জোটের আয়োজনে শোক সভা মঙ্গলবার (২ মে ২০২৩) বিকালে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই-এর সভাপতিত্বে এবং স্বাধীনতা সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ও উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি অনুপম মোদকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক গ্রামের কাগজের সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, দৈনিক প্রথম আলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক, কেশবপুর স্বাধীনতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পল্লী কথা পত্রিকার আইসিটি সম্পাদক দেবব্রত ঘোষ, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও পুরবী খেলাঘর আসরের সভাপতি বাবুরালী গোলদার, কেশবপুর ওয়ার্ড সভাপতি ও কেশবপুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, বিপ্লবী চারু বসু স্মৃতি পরিষদের সভাপতি শফিক আহমেদ, কেশবপুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমূখ।
অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক সুকুমার দাস-এর আত্মার শান্তি কামনায় একমিনিট নিরবতা পালন করা হয়।