মোঃ মনসুর আলী,আদমদীঘি বগুড়া প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামে সালিশে ডেকে এনে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে আমিরুল সরদার(৪০) হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে গ্রামবাসী। খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে বৃহস্পতিবার নশরতপুর বাজারে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
লক্ষীপুর গ্রাম ও এলাকাবাসীর ব্যানারে পালন করা মানববন্ধনে খুনের শিকার আমিরুলের স্ত্রী- শিশু কন্যাসহ প্রায় দুইশ’ নারী-পুরুষ গ্রামবাসী অংশ গ্রহন করে। বেলা ১২টা থেকে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নিহত আমিরুল সরদারের স্ত্রী রোকসানা বেগম, মামলার বাদী বোন আফরোজা বেগম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা আফাজ প্রামানিক, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী ছাড়াও গ্রামবাসী শফিকুল ইসলাম, তাজুল, বাবু হোসেন, আফজাল হোসেন ওয়াজকরনি প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, গ্রামে আধিপত্য বিস্তার করা নিয়ে বিবামান দুই গ্রুপের পের মধ্যে সক্রিয় শাহিন-তহিদুল গ্রæপের অপকর্মের বিরুদ্ধে গ্রামের যে বা যারা-ই প্রতিবাদ করে তাকে বা তাদেরকে ওই গ্রুপর রোসানলে পড়তে হয় এবং তাদের তৈরি আইনে আর্থিক জরিমানা এবং শারিরীক নির্যাতনের শিকার হতে হয়, নয়তো বা গ্রাম ছাড়তে বাধ্য হতে হয়। এমন অবস্থায় ২২ মার্চ রাতে নির্মম খুনের শিকার হয়েছে আমিনুল সরদার। এব্যাপারে পুলিশ জানান, ওই দিন রাতে গ্রামের এক পরিবারের জমি-জমা সংক্রান্ত বিরোধ মিমাংসার সালিশ বসানো হয়। গ্রামের পুর্বপাড়ায় অবস্থিত শাহিন-তহিদুলের অপশাসনের টর্চারসেল শেখ রাসেল স্মৃতি সংসদ নামক ক্লাবে বসানো সালিশে ওই বিরোধ মিমাংসা করে দেওয়ার নামে শাহিন কর্তৃক নেয়া দুই লাখ টাকার ভাগবাটোয়ারা নিয়ে আমিরুলের সাথে শাহিনের তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে শাহিনের পেটোয়া বাহিনী আমিরুলকে ধারালো অস্ত্র দিয়ে নির্মম ##