মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ আবারও নওগাঁর শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি)
নির্বাচিত হলেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এনিয়ে ২য় বারের মত তিনি এ মর্যাদা অর্জন করলেন।
প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, চারিত্রিক দৃঢতা ও সততা, শৃঙ্খলাবোধ, গবেষণা জার্নালে প্রবন্ধ প্রকাশ, পাঠ্যপুস্তক প্রণয়নসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে কলেজ পর্যায়ে (কারিগরি) জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ প্রতিষ্ঠান প্রধান) নির্বাচিত করেন।
তিনি বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের
প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনাম, সততা ও
দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে তার প্রচেষ্টার কারণে। এ এলাকায় তিনি সর্ব প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করেন।
কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বলিষ্ঠ ভূমিকা রাখছেন নওগাঁ আত্রাই এর কৃতি সন্তান অধ্যক্ষ২০১৬সালে প্রতিষ্ঠানটি নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ২ও প্রোজেক্টের মাধ্যমে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি) হিসাবে নির্বাচিত হয়।
গবেষণা পত্রিকা “রবীন্দ্র জার্নাল”সহ বিভিন্ন গবেষণা
সাময়িকীতে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের সহায়ক গ্রন্থ ‘কম্পিউটার
অফিস অ্যাপ্লিকেশন-২’ এবং এসএসসি ভোকেশনাল নবম ও দশম শ্রেণির সহায়ক গ্রন্থ “কম্পিউটার ট্রেড-১ ও “কম্পিউটার ট্রেড-২”রচনা ও সম্পাদনা করেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।
এই সফলতায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এবং কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলামসহ কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র/ছাত্রী ও এলাকার সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ ও নওগাঁ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান,কারিগরি) নির্বাচিত হয়ে ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।