পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর;কেশবপুরে জাতীয় পার্টির ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে তিনি সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিচমিচ তুলে দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা মনিরুজ্জামান বিশ্বাস, গোলাম মোস্তফা, আবু মুসা, ওবায়দুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *