মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ র্যাব-৬ যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেনসিডিলসহ মোছাঃ চম্পা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী যশোর জেলার চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের মহিউদ্দিন লাল্টুর স্ত্রী।
ঝিনাইদহ র্যাব-৬, সিপিসি- ২, এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা গেছে রবিবার (৭ মে-২৩) তারিখে র্যাব-৬, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার চৌগাছা উপজেলার রাজাপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে দলটি একই দিন সকাল সাড়ে ৭ টার সময় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ৪৬ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল এবং ৪টি সিমকার্ডসহ উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।